হজ করতে কত টাকা লাগে 2024 | Hajj Cost In 2024

Rate this post

আপনারা অনেকেই  হজ করতে কত টাকা লাগে 2024 তা জানেন নাণ ব আবার অনেকেই তা জানার জন্য বিভিন্ন ওয়েবসাইটে এ সর্ম্পকিত তথ্য খুঁজে থাকেন। তাই আজ হজ করতে কত টাকা লাগে 2024 এ সর্ম্পকিত বিষয়গুলো আপনারা এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন। আপনারা এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। নিচে এ সর্ম্পকে বিস্তারিত ধারনা  আলোচনা করা করা হলো।

হজ করতে কত টাকা লাগে 2024

হজ হচ্ছে মুসলমানদের একটি পবিত্র যাত্রা। যেখানে হাজারো মুসলমান আল্লাহ্‌র দরবারে নিজেকে সর্ম্পন করতে যান এবং সকল দুঃখ, কষ্ট এবং বেদনা মুছনে সকলের মঙ্গল কামনাহেতু আল্লাহর নিকট ইবাদত করেন। প্রায় প্রতিবছর বিভিন্ন দেশ থেকে হাজারো মানুষ আল্লাহ্‌র নিকট ইবাদত করার জন্য কাবা সরিফে আসেন। প্রায় প্রতিবছর বাংলাদেশ থেকে ২০২৩ সালে সরকারি হজ্জ প্যাকেজ ধরা হয়েছিলো ৬ লাখ ৮৩ হাজার ১৫ টাকা। আর বেসরকারি হজ্জ প্যাকেজ ধরা হয়েছিলো ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।

তবে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে হজ্জ প্যাকেজ বৃদ্ধি পেয়ে ২ লাখ ২১ হাজার টাকা পর্যন্ত দাড়ায়। ২০২০ সালে সালে এই একই হজ্জের প্যাকেজ ছিলো ৩ লাখ ৬১ হাজার ৮০০ টাকা। কিন্তু সাম্প্রতিক সময়ে হজযাত্রীদের বিমানভাড়া ৭০ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, গত বছর যা এক লাখ ৪০ হাজার টাকা ছিল। কিন্তু বর্তমানে হজ পালনে সরকারি-বেসরকারি সব প্যাকেজে এবার এক লাখ টাকা খরচ বাড়তে পারে। সরকারি ব্যবস্থাপনায় হজ গমনেচ্ছুদের প্যাকেজের বিষয়ে আজ বুধবার ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের প্রতিবেদন অনুসারে, সৌদি আরবের অংশের ‘খরচ বেড়ে যাওয়ার’ কারণেই বাংলাদেশের হজযাত্রীদের এই বাড়তি টাকা দিতে বলে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান জানিয়েছেন। তবে ২০২৪ সালের জন্য হজযাত্রীদের নিবন্ধন শুরু করেছে সৌদি সরকার। এই নিবন্ধনের কাজ শুরু করেছে ১৬ সেপ্টেম্বর থেকে। ২০২৪ সালের ১ মার্চ হজ ভিসা ইস্যুকরণ শুরু করা হবে এবং বন্ধ হবে ২৯ এপ্রিল। ৯ মে থেকে হজের ফ্লাইট শুরু হবে।

২০২৩ সালে হজের খরচ

নিচে ২০২৩ সালের হজের খরচ দেওয়া হলো-

  • বিমান ভাড়া ১৯৭৭৯৭ টাকা।
  • ভিসা সার্ভিস ৮৫১৭ টাকা।
  • মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া ২০৪৪৪.৯১ টাকা।
  • মক্কা, মদিনা, জেদ্দা, মুযদালিফা, আল-মাশায়েরের গাড়ি ভাড়া ৩৫১৬২.৪৩ টাকা।
  • বাস সার্ভিস ২৮৩৯ টাকা।
  • জমজম পানি সার্ভিস ৪২৫.৫৮ টাকা।
  • তাঁবু, বালিশ, কম্বল, বিছানা, চাদর, খাবার সার্ভিস চার্জ ১৬০৬৩.৬২ টাকা।
  • মক্কায় লাগেজ সার্ভিস ৫৮৭.৬৭ টাকা।
  • মক্কা, মদিনা, আরাফাত, মুজদালিফা, মিনা, মক্কা বাস ভাড়া ১৯৩৩৩.৫৯ টাকা।
  • ফেরার সময় মক্কা মদিনা থেকে লাগেজ ভাড়া ৮৫১.৬৭ টাকা।
  • স্বাস্থ্য বীমা ফি ৯৪৬.৪৮ টাকা।
  • লাগেজ ট্যাগিং, আইডি কার্ড ফি ৮০০ টাকা।
  • খাওয়া খরচ ৩৫০০০ টাকা।
  • প্রশিক্ষণ ফি ৩০০ টাকা।
  • হজ গাইড ১৫১৭৮.১০ টাকা।

বেসরকারি হজ প্যাকেজ ২০২৩

হজ করতে কত টাকা লাগে 2024
হজ করতে কত টাকা লাগে 2024

নিচে বেসরকারি হজ প্যাকেজ ২০২৩ দেওয়া হলো-

  • সৌদি আরবে যাওয়া-আসার বিমান টিকেট
  • মক্কা-আল-মোকাররমায় পবিত্র মসজিদুল হারাম এর বাহিরের চত্ত্বর হতে সর্বোচ্চ ২০০০ মিটার ও মদিনা আল মনোয়ারায় পবিত্র মসজিদে নববী থেকে সর্বোচ্চ ১০০০ মিটারের মধ্যে আবাসন
  • হজযাত্রী ও গাইডদের প্রয়োজনীয় প্ৰশিক্ষণ প্রদান করা হবে
  • হজযাত্রীকে হজ ও ওমরাহ নির্দেশিকা, আইডি কার্ড, লাগেজ ট্যাগ ইত্যাদি সরবরাহ করা হবে
  • হজ ক্যাম্প ঢাকায় হজযাত্রীর বোর্ডিং পাস ও সিকিউরিটি চেক-ইন এবং বাংলাদেশ অংশের ইমিগ্রেশন হবে
  • হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় মক্কা রোড সার্ভিস এর অধীনে হজযাত্রীদের সৌদি আরবের প্রি-এরাইভ্যাল ইমিগ্রেশন সম্পন্ন হবে।
  • হোটেল/বাড়ির প্রতি কক্ষে/ফ্লোরে রেফ্রিজারেটর এর ব্যবস্থা থাকবে
  • প্রতি হাজীর জন্য মিনার তাঁবুতে ম্যাট্রেস, চাদর, কম্বল ও বালিশ এর ব্যবস্থা থাকবে
  • আরাফায় অবস্থানের জন্য তাঁবুর ব্যবস্থা থাকবে
  • মুজদালিফায় নিজ ব্যবস্থাপনায় অবস্থান করতে হবে
  • হজযাত্রীকে কুরবানি বাবদ আনুমানিক ১০০০.০০ সৌদি রিয়াল পৃথকভাবে সঙ্গে নিতে হবে।
  • মিনা-আরাফাহ-মুযদালিফায় হুইল চেয়ার ও সাহায্যকারী জন্য ৩৫০০ সৌদি রিয়াল মোয়াল্লেম অফিসে জমা প্রদান করতে হবে (অফেরতযোগ্য)।
  • হজ এজেন্সিসমূহ হজযাত্রীগণের বাংলাদেশ-জেদ্দা/মদিনা, জেদ্দা/মদিনা-বাংলাদেশ সরাসরি যাতায়াত নিশ্চিত করবে।
  • দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে হজযাত্রীকে ৫ লিটার জমজম পানি সরবরাহ করা
    হবে।

আরও পড়ুনঃ 50 ওয়াট সোলার প্যানেলের দাম কত 2023

শেষ কথা

আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা আজ হজ করতে কত টাকা লাগে 2024 জেনেছেন। এছাড়াও যদি এ সর্ম্পকে কোনোরকম প্রশ্ন আপনাদের মনে থেকে যায় তাহলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে তা আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব এ সর্ম্পকে আপনাদের আরও তথ্য জানাতে।

error: Content is protected !!
Scroll to Top