আপনারা অনেকেই সোনালিকা ট্রাক্টর দাম কত তা জানেন না। আবার অনেকেই তা জানার জন্য বিভিন্ন ওয়েবসাইটে এ সর্ম্পকিত তথ্য খুঁজে থাকেন। তাই আজ সোনালিকা ট্রাক্টর দাম কত এ সর্ম্পকিত বিষয়গুলো আপনারা এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন। আপনারা এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। নিচে এ সর্ম্পকে বিস্তারিত ধারনা আলোচনা করা করা হলো।
সোনালিকা ট্রাক্টর দাম কত
বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই দেশে কৃষি প্রধান জীবিকা হিসেবে মানুষ গ্রহণ করেছে। বর্তমান পৃথিবীতে প্রযুক্তি চালিত যে সমস্ত যন্ত্রপাতি ও যানবাহন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক অবদান রাখছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ট্রাক্টর। এটি হচ্ছে তথ্য প্রযুক্তির একটি প্রকৌশলী বাহন। সোনালিকা ট্রাক্টর দাম কত? বাংলাদেশের প্রতিটি অঞ্চলে কৃষি ক্ষেত্রে এই ট্রাক্টর প্রযুক্তির বাহনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কেননা কৃষি জমিতে ফসল উৎপাদনের উপযোগী করার জন্য উন্নত কৃষকগণ অতীতের মহিষ লাঙ্গলের পরিবর্তে বর্তমান আধুনিক এই বাহনটি ব্যবহার করে থাকে।
ACI Motors Ltd. স্যার সোনালীকা ট্রাক্টর বিভিন্ন মডেল ভিন্ন ভিন্ন দামে পাওয়া যাচ্ছে। সোনালীকা ট্রাক্টর মডেল অনুসারে ৯,৪৫,০০০ টাকা থেকে ১৪,০৫,০০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। সোনালিকা ট্রাক্টর দাম কত? সোনালিকা DI 45 RX এই মডেলটির দাম ১০ লক্ষ ৭৫ হাজার টাকা। সোনালিকা ট্রাক্টর দাম কত? সোনালিকা DI 750 II এই মডেলটির দাম পড়বে ১১ লক্ষ ৩০ হাজার টাকা। সোনালিকা DI 50 RX এই মডেলটির দাম পড়বে ১১ লক্ষ ৭৫ হাজার টাকা। সোনালিকা DI 60 RX এই মডেলটির দাম পড়বে ১২ লক্ষ ৯৯ হাজার টাকা। আর এই মডেল গুলো সম্পর্কে বিস্তারিত জানতে আপনি মডেল গুলোর নাম ইন্টারনেটে সার্চ দিয়ে দেখতে পারেন।
মডেল | দাম |
---|---|
Sonalika DI 730 II | ৮ লক্ষ ৪৯ হাজার |
Sonalika RX 35 | ৯ লক্ষ ৭৫ হাজার |
Sonalika DI 745 RX | ১০ লক্ষ ২৫ হাজার |
Sonalika DI 35 | ১০ লক্ষ ৬০ হাজার |
Sonalika DI 745 | ১০ লক্ষ ৬০ হাজার |
Sonalika DI 45 RX | ১০ লক্ষ ৭৫ হাজার |
Sonalika DI 750 II | ১১ লক্ষ ৩০ হাজার |
Sonalika DI 50 RX | ১১ লক্ষ ৭৫ হাজার |
Sonalika DI 60 RX | ১২ লক্ষ ৯৯ হাজার |
সোনালীকা ট্রাক্টর 75 MAX Tiger এর বিবরণ
- Engine Model: Tiger 75 Max
- Drive: 4WD
- Engine: 4 Cylinder Natural Aspirated Engine
- No of Cylinder/Displacement: 3707cc
- H.P. : 75
- Rated Engine Speed: 2200
- Transmission Type: (8+2) Synchromesh
- Speed Range km/h: 3.04 – 37.58
- PTO: 450
- Clutch Type: Dual Clutch
- Brakes: OIB
- Steering Type: Power
- Wheel Base: 2350 mm
- Lifting Capacity: 2500Kg (3000kg Optional)
- Front Tyre: 8.3 – 20
- Rear Tyre: 16.9 – 28
সোনালীকা ট্রাক্টর Sonalika Tractor বিশেষ বৈশিষ্ট্যসমূহ
- ২০০০ ঘন্টা অথবা ২৪ মাসের ওয়ারেন্টি ও ফ্রি সার্ভিসিং এর সুবিধা।
- আরামদায়ক ও প্রশস্ত প্লাটফর্ম: বড় স্পেস সকল কাজে সুবিধা।
- আধুনিক স্টিয়ারিং: ট্রাক্টর চালানোকে করে আরও সহজ।
- প্রোজেকশন হেডলাইট: জোড়ালো আলোতে পথ চলা করে সহজতর।
- নেক্সট জেনারেশন সিট: অধিক সময় ক্লান্তিহীন কাজ।
- স্টাইলিস লুক ও অ্যারেডায়নামিক বডি: অধিক গতি সেরা পারফরমেন্স।
- আধুনিক হাইড্রেলিক সিস্ড়াও : অধিক নিয়ন্ত্রন ও অধিক ভার উত্তোলনে সক্ষম।
- ডিজিটাল ইনস্ট্রমেন্ট ক্লাসটার: অত্যাধুনিক মনিটরিং সুবিধা।
- হাইগ্রাউন্ড ক্লিয়ারেন্স: জমির আইল ও ডাইভারশন সহজে পার হতে পারে।
- HS-HT গিয়ার বক্স; অধিক গতি ও ব্যাকআপ টর্ক।
- HDM ইঞ্জিন: অধিক শক্তিশালী ও তেল সাশ্রয়ী ইঞ্জিন।
- হিট প্রটেকটর শিল্ড: ইঞ্জিন এর তাপ থেকে রক্ষা করে।
মাহিন্দ্রা ট্রাক্টর দাম কত বাংলাদেশ
বাংলাদেশে সোনালীকা ট্রাক্টর ছারাও মাহিন্দ্রা ট্রাক্টরও বেশ জনপ্রিয়। আপ্নারা চাইলে সোনালীকা ট্রাক্টর এর পরিবর্তে মাহিন্দ্রা ট্রাক্টর ক্রয় করতে পারেন। মাহিন্দ্রা ট্রাক্টর বেশ জনপ্রিয় এবং এটি দীর্ঘদিন ব্যবহার উপযোগী এবং অন্যান্য ট্রাক্টরের থেকে অনেক ভালো সার্ভিস প্রদান করে থাকে। নিচে মাহিন্দ্রা ট্রাক্টর দাম কত বাংলাদেশ কত তার একটি তালিকা নিচে দেওয়া হলো-
ট্র্যাক্টর মোড | দাম |
Mahindra YUVO 575 ট্রাক্টরের দাম BDT | 9,15,000 টাকা থেকে 10,40,000 টাকা |
Mahindra 575 Di ট্রাক্টরের দাম BDT | 6,66,000 টাকা থেকে 700000 টাকা |
Mahindra 275 DI ট্রাক্টরের দাম BDT | 5,60,000 টাকা থেকে 5,90,000 টাকা |
Mahindra 595 Di ট্রাক্টরের দাম BDT | 6,95,000 টাকা থেকে 7,50,000 টাকা |
Mahindra 585 DI ট্রাক্টরের দাম BDT | 6,80,000 টাকা থেকে 7,90,000 টাকা |
মাহিন্দ্রা 605 নভো ট্রাক্টরের দাম BDT | 9,30,000 টাকা থেকে 9,40,000 টাকা |
আরও পড়ুনঃ ৫ মিলি গ্লাসের দাম 2023
শেষ কথা
আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা আজ সোনালিকা ট্রাক্টর দাম কত জেনেছেন। এছাড়াও যদি এ সর্ম্পকে কোনোরকম প্রশ্ন আপনাদের মনে থেকে যায় তাহলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে তা আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব এ সর্ম্পকে আপনাদের আরও তথ্য জানাতে।