আপনারা অনেকেই রয়েল এনফিল্ড বাংলাদেশে দাম কত তা জানেন না আবার অনেকেই তা জানার জন্য বিভিন্ন ওয়েবসাইটে এ সর্ম্পকিত তথ্য খুঁজে থাকেন। তাই আজ রয়েল এনফিল্ড বাংলাদেশে দাম কত এ সর্ম্পকিত বিষয়গুলো আপনারা এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন। আপনারা এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। নিচে এ সর্ম্পকে বিস্তারিত ধারনা আলোচনা করা করা হলো।
রয়েল এনফিল্ড বাংলাদেশে দাম কত
বর্তমানে বাংলাদেশে সবথেকে জনপ্রিয় বাইক কোম্পানির রয়েল এনফিল্ড বাইক। এটি ভারতে বিক্রি হওয়া সংস্থার সবথেকে বেশি বাইকগুলির মধ্যে অন্যতম একটি। এই কোম্পানির প্রত্যেকটি বাইক এতটাই আকর্ষণীয় হয়ে থাকে, যে ৮ থেকে ৮০ সকলের কাছেই এই বাইকটি সকলের আকর্ষণীয় এই বাইক। রয়েল এনফিল্ড বাংলাদেশে দাম কত? সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই এই বাইকের নানারকম গুনগান ছড়িয়ে পড়েছে।এই বাইকের কিছু টেস্টিং এর ছবি সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগেই ছারা হয়েছিল।
এই সমস্ত ছবি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে বলে আসা করা যায়। রয়েল এনফিল্ড দাপট গ্রাম থেকে শহর সর্বত্র তা অস্বীকার করা যায় না। নতুন রয়েল এনফিল্ড কোডনেম রাখা হয়েছে জে১বি (J1B)। এই বাইকেও ৩৫০ সিসি ইঞ্জিন থাকবে নতুন মেকানিক্যাল বৈশিষ্ট্যসহ। রয়েল এনফিল্ড বাইকের প্রকৃত দাম ডিলারশিপ এবং সেই সময়ে চলমান যে কোনও প্রচারের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। এই বাইকে আরও ভালো স্টপিং পাওয়ার দিতে উন্নত ব্রেক যোগ হতে পারে। পাশাপাশি আধুনিকতা যোগ করার জন্য দেখা যেতে পারে ব্লুটুথ কানেক্টিভিটি।
আপনারা অনেকেই রয়েল এনফিল্ড বাংলাদেশে দাম কত তা জানেন না। তাই আজকে আমরা আপনাদের রয়েল এনফিল্ড বাংলাদেশে দাম কত তা এই প্রতিবেদনটির মাধ্যমে জানিয়ে দেব। এই বাইকের দাম হবে ১ লক্ষ ৩০ হাজার টাকা। রয়েল এনফিল্ড বাংলাদেশে দাম কত? এই বাইকটি ওজনে অনেকটা হালকা এবং সুন্দর চেহারার, মানুষেরাও এই বাইকটি ভালোভাবে চালাতে পারবে কোনো সমস্য হবে না। বাইকটির ফুয়েল ট্যাংক অনেকটা বাজাজ মটর সাইকেলএর মতো দেখতে। কিছু দুর্ধর্ষ ফিচারের সাথে রয়েল এনফিল্ড এই বাইকটিকে আর কিছুদিনের মধ্যেই মধ্যবিত্তদের জন্য উপলব্ধ করতে চলেছে। এই ইঞ্জিনটি ১৯.৯ বিএইচপি পাওয়ার জেনারেট করতে পারে এবং আর ২৭ ন্যানোমিটার সর্বাধিক টর্ক জেনারেট করতে পারে।
মডেল | মূল্য (বিডিটি) |
---|---|
বুলেট 350 | 3,75,000 |
উল্কা 350 | 4,25,000 |
ক্লাসিক 350 | 4,50,000 |
হিমালয় | 5,00,000 |
ইন্টারসেপ্টর 650 | 6,50,000 |
কন্টিনেন্টাল জিটি 650 | 7,00,000 |
রয়েল এনফিল্ড অন্যান্য বাইকের থেকে অনেক বেশি পাওয়ারফুল বলে গন্য হবেএবং এই বাইক দুর্দান্ত সাউন্ড তৈরি করতে পারে। এই বাইকে আপনারা অনেকটা স্পোর্টি ডিজাইন পেয়ে যাবেন।
রয়েল এনফিল্ড এর তিনটি মোটরসাইকেল রয়েছে ৩৫০ সিসি ক্যাটাগরিতে। এই তিনটি হচ্ছে Royal Enfield Meteor 350, Royal Enfield Bullet 350 এবং Royal Enfield Classic 350 । লুক-ডিজাইন সব কিছু মিলিয়ে অসাধারণ এই তিনটি বাইক।
রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350
- এই মোটরবাইকে মিলবে 349 সিসি ইঞ্জিন সঙ্গে 5 স্পিড গিয়ারবক্স। সর্বোচ্চ 20.21 পিএস শক্তি উৎপন্ন করতে পারে ইঞ্জিনটি।
- বাইকের মাইলেজ 41 কিমি প্রতি লিটার।
- দু চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম(ABS)।
- রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 এর টপ স্পিড 97.92 কিমি প্রতি ঘণ্টা। রয়েছে স্পোক হুইল।
- বাইকের কার্ব ওয়েট 195 কেজি, সিটের উচ্চতা 805 মিলিমিটার। ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি 13 লিটার।
- এই বাইকে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি এবং ডিজিটাল ওডোমিটার/ট্রিপমিটার।
- রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 এর দাম 1.90 – 2.21 লাখ টাকা (এক্স-শোরুম)।
রয়্যাল এনফিল্ড বুলেট 350
- বুলেটেও রয়েছে 349 সিসি ইঞ্জিন। তবে এটি ক্লাসিকের থেকে তুলনামূলক কম 19.36 সর্বোচ্চ শক্তি তৈরি করে।
- বাইকে রয়েছে 5 স্পিড গিয়ার। এই বাইকের সামনের চাকায় ডিস্ক এবং পিছন চাকায় ড্রাম ব্রেক মজুত রয়েছে। এছাড়া মিলবে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।
- রয়্যাল এনফিল্ড বুলেটের কার্ব ওয়েট 191 কেজি। সিটের উচ্চতা 800 মিলিমিটার।
- প্রতি লিটারে এই বাইক মাইলেজ দেয় 38 কিলোমিটার। ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি 13.5 লিটার।
- বুলেটে মিলবে অ্যানালগ ওডোমিটার, স্পিডোমিটার ও ট্রিপমিটার।
- রয়্যাল এনফিল্ড বুলেট 350 এর দাম 1.51 – 1.66 লাখ টাকা (এক্স-শোরুম)
রয়্যাল এনফিল্ড হান্টার 350
- 2022 সালে লঞ্চ হয়েছে রয়্যাল এনফিল্ড হান্টার। হান্টার বাংলা ভাষায় যার অর্থ দাঁড়ায় শিকারী। লঞ্চ হওয়া মাত্র মোটরসাইকেলের বাজারে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে রয়্যাল এনফিল্ড হান্টার।
উপরের দুই বাইকের মতো এতেও রয়েছে 349 সিসি ইঞ্জিন। যা সর্বোচ্চ 20.4 পিএস শক্তি তৈরি করে। - রয়্যাল এনফিল্ড হান্টারের দু চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক সঙ্গে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।
- 1 লিটার তেলে হান্টার মাইলেজ দেয় 36 কিলোমিটার।
- বাইকে রয়েছে USB চার্জিং পোর্ট, ডিজিটাল ট্রিপমিটার, স্পিডোমিটার।
- বাইকের সর্বোচ্চ গতি 114 কিমি প্রতি ঘণ্টা।
- ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি 13 লিটার। সিটের উচ্চতা 790 মিলিমিটার এবং কার্ব ওয়েট 189 কেজি।
- এনফিল্ড হান্টার 350 এর দাম 1.49 – 1.71 লাখ টাকা (এক্স-শোরুম)।
আরও পড়ুনঃ বাংলাদেশে রাউটারের দাম 2023
শেষ কথা
আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা আজ রয়েল এনফিল্ড বাংলাদেশে দাম কত জেনেছেন। এছাড়াও যদি এ সর্ম্পকে কোনোরকম প্রশ্ন আপনাদের মনে থেকে যায় তাহলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে তা আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব এ সর্ম্পকে আপনাদের আরও তথ্য জানাতে।