ঢাকা থেকে নারায়ণগঞ্জ কত কিলোমিটার | ঢাকা থেকে নারায়ণগঞ্জ দূরত্ব

Rate this post

ঢাকা থেকে নারায়ণগঞ্জ কত কিলোমিটার বা নারায়ণগঞ্জ থেকে ঢাকা কত কিলোমিটার এই দুইটি প্রশ্নের উত্তর একদম সহজ, এক কথায় বলে দেয়া যায়, এর জন্য গুগোল ম্যাপ আছে। কিন্তু যারা একটু  পরিষ্কারভাবে বিস্তারিত জানতে চান তাদের জন্যই আমাদের আজকের এই আর্টিকেল। আমরা আরও জানবো ঢাকা থেকে নারায়ণগঞ্জ বাস ভাড়া এবং ঢাকা থেকে নারায়ণগঞ্জ যাওয়ার উপায় আজকে বাংলা ১লা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার। ইংরেজি ১৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ। এই মুহূর্তে সময় ভোর ৫:২৮ মিনিট।

ঢাকা থেকে নারায়ণগঞ্জ কত কিলোমিটার

বর্তমানে নারায়ণগঞ্জ যাওয়ার বিভিন্ন রুটের বাস্তব অবস্থা পর্যালোচনা করে এবং গুগোল ম্যাপের সহায়তায় আমরা হিসাব কষে বের করেছি বিভিন্ন রুটে ঢাকা থেকে নারায়ণগঞ্জ কত কিলোমিটার, ঢাকা থেকে নারায়ণগঞ্জ যাওয়ার উপায়, ঢাকা থেকে নারায়ণগঞ্জ যাওয়ার সময় এবং কোন মাধ্যম কতটা আরামদায়ক ও ঝুঁকিপূর্ণ। আশা করি নারায়ণগঞ্জ যাওয়ার বিভিন্ন রুটের বিস্তারিত বর্ণনাসমেত এই চার্ট থেকে আপনারা উপকৃত হবেন। 

 

রুট দূরত্ব সময় কমফোর্ট লেভেল
ঢাকা থেকে নারায়ণগঞ্জ (বাস) ৩৫.১ কিলোমিটার ১ ঘণ্টা ২৭ মিনিট ভ্রমন মোটামুটি আরামদায়ক
ঢাকা থেকে নারায়ণগঞ্জ (ট্রেন) ৫৫.৫ কিলোমিটার ৪৫ মিনিট ভ্রমন আরামদায়ক, নিরাপদ
ঢাকা থেকে নারায়ণগঞ্জ (উড়োজাহাজ) এয়ারপোর্ট নেই এয়ারপোর্ট নেই ভ্রমন খুবই আরামদায়ক, দ্রুতগতি
ঢাকা থেকে নারায়ণগঞ্জ (লঞ্চ) ২৩কিলোমিটার ৩৮ মিনিট ভ্রমন আরামদায়ক, সময় বেশি লাগে
ঢাকা থেকে নারায়ণগঞ্জ (পায়ে হেটে) ২৫.৬ কিলোমিটার ৫ ঘণ্টা ১৪ মিনিট ভ্রমন খুবই চ্যালেঞ্জিং এবং কষ্টদায়ক
ঢাকা থেকে নারায়ণগঞ্জ (প্রাইভেট কার) ৩৫.১ কিলোমিটার ১ ঘণ্টা ০৬ মিনিট ভ্রমন আরামদায়ক, কিছুটা ঝুঁকিপূর্ণ
ঢাকা থেকে নারায়ণগঞ্জ (মোটরসাইকেল) ৩৫.১ কিলোমিটার ৩২ মিনিট ভ্রমন আরামদায়ক, ঝুঁকিপূর্ণ

 

অর্থাৎ ঢাকা থেকে নারায়ণগঞ্জ এর দূরত্ব মাত্র ৩৫.১ কিলোমিটার এবং বাসে যেতে সময় লাগবে ১ ঘণ্টা ২৭ মিনিট । 

 

ঢাকা থেকে নারায়ণগঞ্জ কত কিলোমিটার [ Google Map ]

নিচে গুগোল ম্যাপ [Google Map]- এর মাধ্যমে দেখে নিন ঢাকা থেকে নারায়ণগঞ্জ কত কিলোমিটার এবং কোন কোন এলাকার উপর দিয়ে যাত্রা করে নারায়ণগঞ্জ পৌছাতে হবে আপনাকে  – 

 

 

নারায়ণগঞ্জ থেকে ঢাকা কত কিলোমিটার

নারায়ণগঞ্জ থেকে ঢাকা কত কিলোমিটার এটি বোঝার জন্য নিচের চার্ট খেয়াল করুন। যদিও নিশ্চিতভাবেই ধরে নেয়া যায় ঢাকা থেকে নারায়ণগঞ্জ যত কিলোমিটার, নারায়ণগঞ্জ থেকে ঢাকা ঠিক তত কিলোমিটার।

 

রুট দূরত্ব সময় কমফোর্ট লেভেল
নারায়ণগঞ্জ থেকে ঢাকা (বাস) ৩৫.১ কিলোমিটার ১ ঘণ্টা ২৭ মিনিট ভ্রমন মোটামুটি আরামদায়ক
নারায়ণগঞ্জ থেকে ঢাকা (ট্রেন) ৫৫.৫ কিলোমিটার ৪৫ মিনিট ভ্রমন আরামদায়ক, নিরাপদ
নারায়ণগঞ্জ থেকে ঢাকা (উড়োজাহাজ) এয়ারপোর্ট নেই এয়ারপোর্ট নেই ভ্রমন খুবই আরামদায়ক, দ্রুতগতি
নারায়ণগঞ্জ থেকে ঢাকা (লঞ্চ) ২৩কিলোমিটার ৩৮ মিনিট ভ্রমন আরামদায়ক, সময় বেশি লাগে
নারায়ণগঞ্জ থেকে ঢাকা (পায়ে হেটে) ২৫.৬ কিলোমিটার ৫ ঘণ্টা ১৪ মিনিট ভ্রমন খুবই চ্যালেঞ্জিং এবং কষ্টদায়ক
নারায়ণগঞ্জ থেকে ঢাকা (প্রাইভেট কার) ৩৫.১ কিলোমিটার ১ ঘণ্টা ০৬ মিনিট ভ্রমন আরামদায়ক, কিছুটা ঝুঁকিপূর্ণ
নারায়ণগঞ্জ থেকে ঢাকা (মোটরসাইকেল) ৩৫.১ কিলোমিটার ৩২ মিনিট ভ্রমন আরামদায়ক, ঝুঁকিপূর্ণ
ঢাকা থেকে গোপালগঞ্জ ঢাকা থেকে টাঙ্গাইল ঢাকা থেকে নরসিংদী
ঢাকা থেকে গাজীপুর ঢাকা থেকে নারায়ণগঞ্জ ঢাকা থেকে ফরিদপুর
ঢাকা থেকে মাদারিপুর ঢাকা থেকে মানিকগঞ্জ ঢাকা থেকে মুন্সিগঞ্জ
ঢাকা থেকে রাজবাড়ী ঢাকা থেকে শরিয়তপুর ঢাকা থেকে কিশোরগঞ্জ
ঢাকা থেকে কুমিল্লা ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া ঢাকা থেকে চাঁদপুর
ঢাকা থেকে লক্ষ্মীপুর ঢাকা থেকে নোয়াখালী ঢাকা থেকে ফেনী
ঢাকা থেকে খাগড়াছড়ি ঢাকা থেকে রাঙ্গামাটি ঢাকা থেকে বান্দরবান
ঢাকা থেকে চট্টগ্রাম ঢাকা থেকে কক্সবাজার ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ
ঢাকা থেকে জয়পুরহাট ঢাকা থেকে নওগাঁ ঢাকা থেকে নাটোর
ঢাকা থেকে পাবনা ঢাকা থেকে বগুড়া ঢাকা থেকে রাজশাহী
ঢাকা থেকে সিরাজগঞ্জ ঢাকা থেকে খুলনা ঢাকা থেকে চুয়াডাঙ্গা
ঢাকা থেকে ঝিনাইদহ ঢাকা থেকে নড়াইল ঢাকা থেকে বাগেরহাট
ঢাকা থেকে কুষ্টিয়া ঢাকা থেকে মাগুরা ঢাকা থেকে মেহেরপুর
ঢাকা থেকে যশোর ঢাকা থেকে সাতক্ষীরা ঢাকা থেকে বরিশাল
ঢাকা থেকে পটুয়াখালী ঢাকা থেকে ভোলা

 

মোবাইলে গুগোল ম্যাপ [Google Map] থেকে যেভাবে ঢাকা থেকে নারায়ণগঞ্জ এর দূরত্ব বের করবেন

ঢাকা থেকে নারায়ণগঞ্জ কত কিলোমিটার
ঢাকা থেকে নারায়ণগঞ্জ কত কিলোমিটার
  1. নারায়ণগঞ্জ এর দূরত্ব বের করতে চাইলে প্রথমেই আপনার অ্যান্ড্রয়েড বা আইফোনে Google Map অ্যাপটি ইন্সটল করতে হবে [যদি ইন্সটল করা না থাকে] 
  2. এরপর Google Map অ্যাপে ঢুকে উপরের সার্চ বারে লিখুন নারায়ণগঞ্জ বা Narayanganj অতঃপর সার্চ করুন।
  3. এরপর নিচে Directions এ ক্লিক করলেই আপনার বর্তমান অবস্থান থেকে নারায়ণগঞ্জ এর দূরত্ব এবং সময় দেখাবে। 
  4. এভাবে সহজেই আপনার মোবাইলের Google Map ব্যাবহার করে ঢাকা থেকে নারায়ণগঞ্জ এর দূরত্ব বের করতে পারবেন। 

 

কম্পিউটারে গুগোল ম্যাপ [Google Map] থেকে যেভাবে ঢাকা থেকে নারায়ণগঞ্জ এর দূরত্ব বের করবেন

  1. নারায়ণগঞ্জ এর দূরত্ব বের করতে চাইলে প্রথমেই আপনার কম্পিউটারে Google Chrome বা Firefox বা অন্য যেকোনো ইন্টারনেট ব্রাউজার ইন্সটল করতে হবে [যদি ইন্সটল করা না থাকে] 
  2. Google Chrome বা Firefox বা অন্য যেকোনো ইন্টারনেট ব্রাউজার ওপেন করে সার্চ বারে লিখুন https://maps.google.com/ তারপর Enter চাপলে একটি নতুন ওয়েব পেজ পাবেন। 
  3. এরপর উপরে বাম পাশে সার্চ বারে লিখুন নারায়ণগঞ্জ বা Narayanganj ; অতঃপর Enter চাপুন।
  4. এরপর বামপাশের পপ-আপ মেনু থেকে Directions এ ক্লিক করে উপরে বামপাশে Choose Starting Point বক্সে আপনার বর্তমান অবস্থান ঢাকা লিখে Enter চাপলেই ঢাকা থেকে নারায়ণগঞ্জ এর দূরত্ব এবং বিভিন্ন রুটে সময় দেখাবে। 
  5. এভাবে সহজেই আপনার কম্পিউটার ব্যাবহার করে ঢাকা থেকে নারায়ণগঞ্জ এর দূরত্ব বের করতে পারবেন। 

বাংলাদেশের বিভিন্ন জেলার দূরত্ব

নিচের চার্টে ঢাকা থেকে বিভিন্ন দৃষ্টিকোণ পর্যালোচনায় বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ জেলার দূরত্ব দেখানো হলো – 

 

[gswpts_table id=1]

 

ঢাকা থেকে নারায়ণগঞ্জ কত মাইল

নিচের চার্টে ঢাকা থেকে নারায়ণগঞ্জ কত মাইল দেখে নিন –

 

[gswpts_table id=2]

 

ঢাকা থেকে নারায়ণগঞ্জ কত কিলোমিটার প্রসঙ্গে শেষকথা

আশা করি ঢাকা থেকে নারায়ণগঞ্জ কত কিলোমিটার বা নারায়ণগঞ্জ থেকে ঢাকা কত কিলোমিটার এই ছোট্ট দুইটি প্রশ্নের উত্তর আপনারা এতক্ষনে জেনে ফেলেছেন, অভিনন্দন। নারায়ণগঞ্জ এর দূরত্ব সম্পর্কে আপনাদের আরও কোন জিজ্ঞাসা থাকলে আমাদের জানাতে ভুলবেন না, আমরা অন্য আরেকটি আর্টিকেলে আপনাদের প্রশ্নের উত্তর জানিয়ে দিবো। ধন্যবাদ।

 

error: Content is protected !!
Scroll to Top