কারেন্টের চুলার দাম কত | Electric Stove Cost? 2023

Rate this post

আপনারা অনেকেই কারেন্টের চুলার দাম কত তা জানেন নাণ ব আবার অনেকেই তা জানার জন্য বিভিন্ন ওয়েবসাইটে এ সর্ম্পকিত তথ্য খুঁজে থাকেন। তাই আজ কারেন্টের চুলার দাম কত এ সর্ম্পকিত বিষয়গুলো আপনারা এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন। আপনারা এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। নিচে এ সর্ম্পকে বিস্তারিত ধারনা  আলোচনা করা করা হলো।

কারেন্টের চুলার দাম কত

দৈনন্দিন জীবনে আমরা আমাদের সকল প্রয়োজন পূরণ করার জন্য বিকারেন্টের ব্যবহার করে থাকি। কারেন্টের চুলার দাম কত? বিদ্যুৎ আমাদের নিত্যদিনের সকল প্রয়োজন অনায়াসে পূরণ করতে সাহায্য করে থাকে। জ্বালানি শক্তির বিকল্প হিসেবে আমাদের দৈনন্দিন জীবনে বর্তমান সময়ে প্রতিটি ক্ষেত্রেই কারেন্টের ব্যবহার হয়ে থাকে। বর্তমানে বিভিন্ন কোম্পানি আলাদা আলাদা ভাবে বিভিন্ন মডেলের বিভিন্ন দামের কারেন্টের চুলা বাজারজাতকরণ করে আসছেন। বাড়িতে দ্রুত এবং নিরাপদ রান্নার জন্য কারেন্টের চুলা আজ সেরা বিকল্প হয়ে উঠেছে।

মানুষের জীবনযাত্রার মান যেমন বেড়েছে, তেমনি সময়ের অপচয় অনেকটা কম হচ্ছে এর ফলে। বিদ্যুতের অবাধ ব্যবহারের কারণেই আমরা এখন অতি সহজেই আমাদের সকল প্রয়োজন বিদ্যুতের মাধ্যমে পূরণ করতে পারছি। কারেন্টের চুলার দাম কত? তাইতো এখন অতীতের মাটির উনুন লাকড়ি কিংবা সিলিন্ডার গ্যাসের পরিবর্তে ব্যাপক হারে বৈদ্যুতিক চুলা ব্যবহার করা হচ্ছে। যার মাধ্যমে দৈনন্দিন জীবনের মানুষ রান্নাবান্নার সকল কাজ এই চুলাতে সম্পন্ন করতে পারছে। বাজারে বিভিন্ন ব্র্যান্ড এর ইন্ডাকশন চুলা পাওয়া যায়। যার দাম ৩ হাজার টাকা থেকে শুরু করে ১৫ হাজার টাকা পর্যন্ত আছে।

আর এফ এল ইলেকট্রিক চুলার দাম

বাংলাদেশী কোম্পানির মধ্যেও আরএফএল খুবই জনপ্রিয় একটি কোম্পানি। অন্যান্য ইলেকট্রিক চুলার চেয়ে আরএফএল ইলেকট্রিক চুলার দাম কিছুটা বেশি। তবে দাম কিছুটা বেশি হলে ওগুনগতমানের দিক থেকে অনেক ভালো হওয়ায় অনেকেই আরএফএল ইলেকট্রিক চুলা ব্যবহার করে থাকেন। নিচে আর এফ এল ইলেকট্রিক চুলার দাম দেওয়া হলো-

RFL Vigo Induction Cooker (VIG-1206) ৳ 3,200
RFL VIGO Induction cooker VSN-1204 (Border) – ECO ৳ 3,780
RFL ViGo Induction Cooker(VGO1202A) ৳ 2,610
RFL ViGO Induction Cooker (VGO1601V) 824412 ৳ 2,980
RFL ViGO Induction Cooker VIG-1206 Eco 874274 ৳ 2,880

মিয়াকো ইলেকট্রিক চুলার দাম

বর্তমান বাজারে অনেক রকমের ইলেকট্রিক চুলা এসেছে তার মধ্যে মিয়াকো ইলেকট্রিক চুলা অন্যরকম । এই কোম্পানিটি বিভিন্ন ধরনের গুণগত মানসম্পন্ন হোম এপ্লায়েন্স তৈরি করে থাকে। নিচে মিয়াকো ইলেকট্রিক চুলার দাম দেওয়া হলো-

কোম্পানীর নাম                মডেল                    দাম
মিয়াকো ইন্ডাকশন               TC-R3                 ৫১০০ টাকা
 মিয়াকো ইনফারেট               TC-R2                ৫১০০ টাকা
 মিয়াকো ইনফারেট               TC-R3                ৫১০০ টাকা
 মিয়াকো
              TC Marble01                ৫০০০ টাকা
মিয়াকো               TC Marble02                 ৪০০০ টাকা
 মিয়াকো ইনফারেট               DP-777                ৪০০০ টাকা
 মিয়াকো ইনফারেট               DP-888                ৪০০০ টাকা
 মিয়াকো ইনফারেট               DP-999                ৪০০০ টাকা
 মিয়াকো ইনফারেট ইনভাট্রার               E3                ৩৪০০ টাকা

ওয়ালটন ইলেকট্রিক চুলা দাম

বাংলাদেশের একটি জনপ্রিয় ব্রান্ড ওয়ালটন। ওয়ালটনের পণ্য খুবই গুণগত মান সম্পন্ন। য়ালটনের পণ্য খুবই গুণগত মান সম্পন্ন। দেশের চাহিদা পূরণ করে ওয়ালটন এখন বিদেশেও বিভিন্ন ধরনের ইলেকট্রিক ও ইলেকট্রিক্যাল পণ্য রপ্তানি করছে। বর্তমান বাজারে ওয়ালটন কোম্পানী বিভিন্ন মডেল এর চুলা এনেছে । নিচে ওয়ালটন ইলেকট্রিক চুলা দাম দেওয়া হলো-

কোম্পানীর নাম         মডেল                 দাম
ওয়ালটন           WI-S40                ৩৫৫৫ টাকা
ওয়ালটন           WI-F15               ৪১৩১ টাকা
ওয়ালটন           WI-S35               ৩৫১০ টাকা
ওয়ালটন           WI-S45               ৩৯১৫ টাকা
ওয়ালটন           WI-S37               ৩৩৩০ টাকা
ওয়ালটন ইন্ডাকশন Walton WHP-SMH15 Hot Plate Cooker               ১৮৮০ টাকা
ওয়ালটন ইন্ডাকশন Walton WHP-DAMH22 Hot Plate Cooker               ২৮২০ টাকা

ভিশন ইলেকট্রিক চুলা দাম

প্রযুক্তির উন্নতির ফলে বর্তমান সময়ে সব কাজই সহজ হয়ে গিয়েছে।রান্না থেকে শুরু থেকে দৈনন্দিন জীবনের প্রতিটা কাজে এখন প্রযুক্তির ব্যবহার হয়ে থাকে। বাংলাদেশের যতগুলো ইলেকট্রিক চুলার ব্রান্ড রয়েছে সেই ব্রান্ডগুলোর মধ্য থেকে অন্যতম ও জনপ্রিয় একটি ব্রান্ড হলো ভিশন। ব্রান্ডের ইলেকট্রিক চুলগুলো গুণগতমানের দিক থেকে অন্যান্য যে কোন ইলেকট্রিকরা থেকে মোটামুটি বেশ ভালো হয়ে থাকে। নিচে ভিশনের ইলেকট্রিক চুলার বিভিন্ন মডেল অনুযায়ী দাম দেওয়া হলো-

Vision Induction Cooker VSN-1206 ৳ 3,500
Vision Induction VSN-XI-1201 ৳ 3,750
Vision Induction VSN-XI-211 ৳ 4,100
Vision Electronic Cooker VSN-1204 ৳ 4,200
Vision Infrared Cooker VSN-XI 26 (1 year warranty ) ৳ 4,340
VISION INFRARED COOKER 40A3 HILIFE ৳ 4,450

আরও পড়ুনঃ ওয়ালটন জেনারেটর দাম কত 2023

শেষ কথা

কারেন্টের চুলার দাম কত
কারেন্টের চুলার দাম কত

আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা আজ কারেন্টের চুলার দাম কত জেনেছেন। এছাড়াও যদি এ সর্ম্পকে কোনোরকম প্রশ্ন আপনাদের মনে থেকে যায় তাহলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে তা আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব এ সর্ম্পকে আপনাদের আরও তথ্য জানাতে।

error: Content is protected !!
Scroll to Top